গরিব বৃদ্ধ দের কেও সম্মান করা টা ‌দরকার I

 


গরিব বৃদ্ধ দের কেও সম্মান করা টা ‌দরকার ।  এদের কেও সম্মান করতে শিখুন । এরাও সম্মানে উপযুক্ত । হতে পারে এরা টাকা দিয়ে বা ভালো কিছু করে আপনার সম্মানে মূল্য দিতে পারবে না । কিন্তু তাদের সম্মান করলে বিনিময় ওদের মুখের একটা হাঁসি দেখতে পারবেন যা টাকার সমতুল্য নয় ।💗

একটা উদাহরণ দেই :😇
ধরেন আপনার বাবার বয়স ৬০+ ,আপনার গরিব , একদিন আপনার বাবা এক জায়গায় গেলো ঐ খানে ওনাকে কেউ সম্মান করলো না , এটা আপনি জানতে পারলেন তখন আপনার কেমন লাগব ।
তাই বলি  সব মানুষকে এক চোঁখে দেখার চেষ্টা করেন । রাস্তায় যদি রিক্সা চালকে দেখ সালাম দিতে আপনার অন্তরের বাদে তাহলে আপনি অহংকার মুক্ত হতে পারেন নি । 😓


একটা গল্প বলি :💗

আমি একদিন সকাল সকাল প্রাইভেট পরে আসছি , আসার পথে একজন বৃদ্ধ আমার সামনে পরলো , দেখে মনে হয়েছে গরিব ও হবে বুঝি  আমি ওনাকে সালাম দিয়েছি , ভাই বিশ্বাস করবে না ওনার মুখে হাঁসি টা কেমন ছিল সারা দিন ভোলো লেগেছে ওনার মুখের হাসি টা দেখে । অবাক করা হাঁসি ছিল ওনার মুখে  হাঁসি টা। 😊


তাই বলি ওনাদের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা করেন । টাকা দিয়ে নয় অনেক সময় একটা মিষ্টি হাঁসি দিয়ে ও মানুষের মন জয় করা যায় মানুষের মুখে হাঁসি ফুটানোর জায় । গরিব মানুষ কে চাইলে আপনি অল্পতেই খুশি করতে পারেন । 😊💗


No comments

Theme images by suprun. Powered by Blogger.