কিছু গল্পের বই হয় না , হয় না কোনো উপন্যাস , না থাকে তার শেষ না থাকে তার সমাপ্তি ।

 



কিছু গল্পের বই হয় না , হয় না কোনো উপন্যাস , না থাকে তার শেষ না থাকে তার সমাপ্তি । চলতে থাকে যোগ যোগ  ধরে পোড়তে থাকে ইটের ভাটার কয়লার মতো   ,নেয়না কেউ খবর ।  গল্প টা হয়তো বইয়ের পাতায় ছাপা হয়না কিন্তু এক অসমাপ্তি ডাইরির পাতায় ঠিক ছাপা হয়ে যায় কোন এক দিন , ছাপার তারিখ টা লিখতে ভুলে যায় লেখক ।
 😊😊
প্রকাশ পাইনি আজ ঐ ডাইরির গল্প টা । ঐ ডাইরির একটা কথা খুব মনে পরে । অনেক বার করে লেখা ছিল স্বপ্ন একদিন আমার ও পূরণ হবে । লেখা ছিল আর কতো কি । দুঃখের কথায় ছিল বেশি সুখ তো ছিল কল্পনায় । পরতে বসলে কাঁদবে আপনিও , কিন্তু বই পাবেন কই ! বই টি তো প্রকাশ ঐ হয়নি পড়ে রয়েছে হয়তো এক বদ্ধ বাক্সে ।😓💧

এত দিন হয়তো নষ্ট হয়েয় গেছে ,আর হবেই না কেন খুজ নেওয়া আছেই বা কে । লেখক টা ছিল একটু আবেগি টাইপের । লেখতো কতো আবেগ মিশিয়ে । এতো কিছু বললাম বইয়ের নাম তো বলা হলো না !বইয়েয না অপ্রকাশিত, অপ্রকাশিতগল্প 😊😊😊

 লেখক : আরিফুল ইসলাম ।

No comments

Theme images by suprun. Powered by Blogger.